ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পাঁচ বছরের প্রেম, আজ শেহতাজকে বিয়ে করছেন প্রীতম

পাঁচ বছরের প্রেম, আজ শেহতাজকে বিয়ে করছেন প্রীতম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১৪:১৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১৪:২৩

মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করছেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান । শুক্রবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের আয়োজনে শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে বলে জানিয়েছেন প্রীতম। 

বৃহস্পতিবার ছিল তাদের গায়ে-হলুদ। পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।

whatsapp follow image

আরও পড়ুন

×