শুভ-ফারিয়া ছাড়াই শুরু হলো 'ফুটবল ৭১' এর শুটিং

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১০ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৮
স্বাধীন বাংলা ফুটবল দলের আসল চিত্র ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করছেন 'ফুটবল ৭১'। গতকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে ছবিটির শুটিং।
এতে মূখ্য দুই চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তবে পরিচালক জানালেন প্রথম তিন দিনের শুটিংয়ে শুভ ও নুসরাত কেউ থাকছেন না। তারা তিন-চারদিন পর শুটিংয়ে যোগ দেবেন।
২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। নির্মাতা জানালেন, প্রথম কয়েকদিন পুরান ঢাকায় শুটিং হলেও এরপর মানিকগঞ্জসহ দেশের নানা প্রান্তে শুটিং হবে। প্রথম কয়েকদিন শুভ-ফারিয়ার শুটিং নেই। কয়েকদিন পর থেকেই শুরু হবে তাদের দৃশ্যধারণ।
ছবিটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বিশেষ একজনের চরিত্রে অভিনয় করছেন নাটকের অভিনেতা ইরফান সাজ্জাদ। আরও বেশ কয়েকজন অভিনয় শিল্পী শুটিংয়ে অংশ নিয়েছেন।
ছবিটি নিয়ে পরিচালক বলেন, ‘ফুটবল ৭১’ নিয়ে প্রায় দেড় বছর ধরে গবেষণা করে চিত্রনাট্যটা কমপ্লিট করেছি। সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এ ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সে আবেগের চিত্রায়নও হবে।
অনম বিশ্বাসের দ্বিতীয় ছবিটি এটি। এর আগে ‘দেবী’সিনেমা পরিচালনা করে আলোচনায় আসেন তিনি।
- বিষয় :
- ফুটবল ৭১
- আরিফিন শুভ
- নুসরাত ফারিয়া
- অনম বিশ্বাস