- বিনোদন
- মডেল হওয়ার কোনো ইচ্ছা ছিল না: শেহতাজ
মডেল হওয়ার কোনো ইচ্ছা ছিল না: শেহতাজ

মডেল ও অভিনেত্রী শেহতাজ।
শেহতাজ। মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় 'ওয়েব লাইভ উইথ শেহতাজ'। এ আয়োজন ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে-
'ওয়েব লাইভ উইথ শেহতাজ' উপস্থাপনায় কেমন সাড়া পাচ্ছেন?
বেশ ভালোই। অনুষ্ঠানটি দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। ভিন্নধারার অনুষ্ঠানটি দর্শক দেখছেন বলে এটি এখনও প্রচার হচ্ছে। তবে আমি এটিকে উপস্থাপনার অনুষ্ঠান বলতে মোটেই নারাজ। এ আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমের সেলিব্রেটিরা আমার সঙ্গে আড্ডা দেন প্রতি পর্বে। আর আমি আমার মতো তাদের সঙ্গে কথা ও আলাপ চালিয়ে যাচ্ছি।
অভিনয় কিংবা মডেলিং কম করছেন, এর কারণ কী?
অভিনয়ের চেয়ে গানে সিরিয়াস আমি। সামনে ভালোবাসা দিবস। অনেক নাটকেরই অফার এসেছে। কিন্তু সব নির্মাতাকেই না করতে হয়েছে। যেজন্য এবারের ভালোবাসা দিবসেও ছোটপর্দায় আমাকে দেখা যাবে না। আগামী মাসের শেষ দিকে নতুন একটি মৌলিক গান শ্রোতাদের উপহার দেওয়ার কথা ভাবছি। গানের শিরোনাম এখনও ঠিক হয়নি। সঙ্গে মিউজিক ভিডিও থাকছে। এর সংগীত পরিচালনা করছেন মুজা। প্রকাশ হবে কাইনেটি মিউজিকের ব্যানারে। তবে অভিনয়ে বেশিদিন বিরতি নিতে চাই না। ঈদের জন্য বেশকিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করার কথা ভাবছি।
মডেল, অভিনেত্রী, কণ্ঠশিল্পী- এরপর নিজেকে আর কোন পরিচয়ে দর্শকের সামনে তুলে ধরতে চান?
মডেলিং, অভিনয় ও গান গাওয়ার পাশাপাশি আর কিছু করব কিনা, তা নিয়ে সত্যিই ভাবিনি। এটুকু বলতে পারি, ভালো যে কোনো কাজের সুযোগ পেলে চেষ্টা করে দেখতে পারি। মডেল হওয়ার কোনো ইচ্ছা ছিল না। হঠাৎই এ ভুবনে পা রাখা। বিজ্ঞাপনের কাজের সুবাদে সুযোগ হলো অভিনয়ের। এরপর গানের ভুবনে। সামনে কোনো নতুন অধ্যায়ের আরও খবরও হয়তো নিয়ে আসতে পারি। দেখা যাক কী হয়। তবে যখন যে কাজ নিয়ে শ্রোতা কিংবা দর্শকের সামনে হাজির হয়েছি, বেশ সমর্থন পেয়েছি।
আপনার অভিনীত 'ইতি, তোমারই ঢাকা' মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে যে প্রত্যাশা করেছিলেন তা পূরণ হয়েছে?
নিজের ছবি নিয়ে প্রত্যাশা তো থাকবেই। কিছুটা পূরণও হয়েছে। অনেকেই ছবিটি দেখেছেন। তাছাড়া ছবিটি এরই মধ্যে বুসান ফিল্ম ফেস্টিভ্যালসহ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। এতে আমি একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছি। ছবিতে ওই অভিনেত্রীর সংগ্রামী জীবন ফুটে উঠেছে।
ভালোবাসা দিবসে কীভাবে কাটানোর কথা ভাবছেন?
বিশেষ কোনো পরিকল্পনা নেই। ভালোবাসা দিবস পরিবারের সঙ্গে কাটবে। আনন্দ আড্ডায় পার হয় পুরোটা সময়।
মন্তব্য করুন