- বিনোদন
- ভারত ভালো নেই বলে হোলি খেলেননি এই অভিনেত্রী
ভারত ভালো নেই বলে হোলি খেলেননি এই অভিনেত্রী

ভারতবাসী অস্তিত্ব সংকটে আছে উল্লেখ করে গতকাল হোলি উৎসব পালন করেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা। ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোলি খেলার মতো রঙিন উৎসবকে কালো উৎসব বলে মন্তব্য করেন তিনি।
সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। ওই ভিডিওতে করোনা ভাইরাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “বসন্ত উৎসবে আমি মাতছি না। কারণ আমার মনে হয়েছে এবার বসন্তের রং বড়ই কালো। বসন্ত উৎসব এবার রঙিন নয়। কারণ, সারা পৃথিবী করোনা ভাইরাসের আতঙ্কে কাঁটা। আমরা ভারতবাসী অস্তিত্ব সংকটে আছি। আর সঙ্গে বিশ্ব উষ্ণায়নের জন্য গলে যাচ্ছে আন্টার্টিকার বরফ। সে জন্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বাড়ছে। এই এত বিপদের মধ্যে আমরা কেউ ভাল নেই। তাই উৎসবের রং কালো। সেই উৎসবে আমি শামিল নই। আশা করি আগামী বছর রঙিন হবে। সব কিছু শান্ত হবে। পৃথিবী আবার স্থির হবে। এবং আমরা সবাই রঙের উৎসবে মেতে থাকব। সুতরাং আগামীর জন্য শুভেচ্ছা রইল। এই বছরের রংটা বড়ই কালো। তাই আমি নেই। শুভ দোল কাউকে বলতে পারলাম না।”
তবে বিগত বছরগুলোতে হোলির আয়োজনে হাজির হয়েছেন তিনি। নিজেকে নানা রঙে করেছেন রঙিন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেন অভিনেত্রী। তবে এবার আর তা হল না। তবে আগামী বছর পৃথিবী শান্ত হলে হোলি খেলবেন বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন