শাহেদ শরীফ খান। অভিনেতা ও মডেল। লকডাউনের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন। এবার নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। বেশ কিছু নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

করোনার কারণে দীর্ঘদিন পর অভিনয় শুরু করলেন, কেমন লাগছে?

অভিনয়ে ফিরে চেনাজানা মানুষের দেখা পাওয়া ছিল আনন্দের। চিরচেনা জায়গায় ফিরতে সবারই ভালো লাগে। প্রথম দিনের শুটিংয়ে গিয়ে মনে হয়েছে, নতুন জীবনে এসেছি। তবে এখনও আগের মতো পরিবেশ তৈরি হয়নি। করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থেকে কাজ করতে হচ্ছে।

লকডাউন উঠে যাওয়ার পর অনেকে ঈদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু আপনাকে দেখা যায়নি, কারণ কী?

জীবনের জন্য কাজ, না কাজের জন্য জীবন? আমি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছি। করোনার মধ্যে অনলাইনে কিছু কাজ করেছি। ভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয় ভালো লাগে না। টানা দুই বছর দীপ্ত টিভির 'ভালোবাসার আলো-আঁধার', এসএ টিভির 'মন ছুঁয়েছে' ধারাবাহিকে অভিনয় করেছি। গল্প ও চরিত্র মনের মতো পেয়েছি বলেই অভিনয়ে সম্মতি দিয়েছি। এ ধরনের কাজ হলে নিয়মিত অভিনয়ের ইচ্ছা রয়েছে। দিন শেষে দর্শক ভালো কাজের সঙ্গেই থাকেন। তাই গড়পড়তা কাজ করে লাভ নেই। করোনার কারণে এমনিতেই হাতে একটু কাজ কম ছিল। তবে নতুন স্বাভাবিক জীবনে সম্প্রতি রশীদ ইকবালের রচনায় ও গোলাম সোহরার দোদুলের পরিচালনায় 'জীবন এতে ছোট কেন' নাটকের শুটিং করেছি।

তাহলে এখন থেকে নিয়মিত শুটিংয়ে অংশ নেবেন ...

করোনা পরিস্থিতি ঠিক কবে স্বাভাবিক হবে, সেটা কারও জানা নেই। কিন্তু এভাবে বসে থাকাও সম্ভব হচ্ছে না। তাই নিয়মিত শুটিংয়ের পরিকল্পনা নিয়েছি। এরই মধ্যে হাতে বেশ কিছু কাজ জমে আছে। এগুলো আগে শেষ করব। আগামীকাল কক্সবাজারে একটি নাটকের শুটিংয়ে যাচ্ছি।

কলকাতার ছবিতে অভিনয় করেছেন। এটি কবে মুক্তি পাবে?

রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় 'সেনাপতি' সিনেমার কাজ অনেক আগেই শেষ হয়েছে। এর মাধ্যমে প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করেছি। অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। শুনেছি শিগগিরই এটি দুই বাংলায় মুক্তি পাবে।

ইউটিউবে ভিউর জন্য অনেকে সস্তা গল্পের নাটক নির্মাণ করছেন। এ নিয়ে আপনার কী অভিমত?

এই সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম ইউটিউব। একে বাদ দেওয়ার মতো কিছু নেই। কিন্তু এর অপব্যবহার আমাদের জন্য ক্ষতিকর। বেশি ভিউর জন্য অনেকে নাটকে বিভিন্ন ধরনের সংলাপ ব্যবহার করছেন। আমি মনে করি স্বাধীনভাবে কাজ করার অর্থ এই নয়, যা ইচ্ছা তা নির্মাণ করব। আমি মনে করি, আমাদের ঐতিহ্য নষ্ট হবে, এমন কিছু করা উচিত নয়।

লেখালেখির কী অবস্থা?

দীর্ঘদিন লকডাউনের কারণে হাতে অনেক লম্বা সময় পেয়েছি। তবে সুযোগটা হাতছাড়া করতে চাইনি। নাটকের জন্য গল্প লিখেছি। এর নাম বলতে চাই না। এটি পরিচালনা করবেন মামুন খান।

সিনেমা নির্মাণের কথা বলেছিলেন?

সিনেমা নির্মাণের পরিকল্পনা আমার অনেক দিনের। গল্প তৈরি আছে। প্রযোজকের সঙ্গে কথা পাকাপাকি হলে কাজ শুরু করব। তবে কোনো টাইম ফ্রেম দিতে পারব না।

আপনার চরিত্রের শক্তিশালী দিক কোনটি?

অনেক আনন্দে খুব ফেটে পড়ি না। অনেক দুঃখেও ভেঙে পড়ি না।