মা-ছেলের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে লেখা একটি মৌলিক গান গাইলেন ভারতের প্রখ্যাত শিল্পী ইন্দ্রানী সেন ও বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়। 'মা যেন ওই ডাকছে আমায়' শিরোনামে গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকবি শাকির দেওয়ান। এতে সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।

সম্প্রতি কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানে প্রোগ্রামিং করেছেন রণদীব মানু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। আসছে মা দিবসে গানটি সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

গানটি নিয়ে ইন্দ্রানী সেন বলেন, 'শাকির দেওয়ানের কথায় এবং সমরজিৎ রায়ের সুরে মা-ছেলের মৌলিক দ্বৈত গান এটি। মা-ছেলের অনবদ্য সম্পর্কের অত্যন্ত মিষ্টি একটি গান। গানটির কথার সঙ্গে চমৎকার সুর করেছে সমরজিৎ। শ্রোতার ভালো লাগলেই আমাদের প্রয়াস সার্থক হবে।'

সমরজিৎ রায় বলেন, 'ইন্দ্রানী দিদি আমার অত্যন্ত প্রিয় শিল্পী। অনেক দিনের ইচ্ছে ছিল দিদির জন্য একটি গানের সুর করার। মা ছেলেকে নিয়ে প্রিয় গীতিকবি শাকির দেওয়ান অসাধারণ একটি গানের কথা লিখে পাঠিয়েছিলেন অনেক দিন আগে। এরও বেশ কিছুদিন পরে গানটির সুর করি। সম্প্রতি ইন্দ্রানী দিদি এবং আমি গানটিতে কন্ঠ দিলাম। দিদির সঙ্গে গাইতে পেরে সত্যি আমি আনন্দিত। গানটি সকলের ভালো লাগবে বলে আশা করছি।'

গাননি নিয়ে গীতিকবি শাকির দেওয়ান বলেন, 'এটি শুধু একটি গান নয়, এটি আমার একটি স্বপ্ন। এতে মা-ছেলের জীবনঘনিষ্ঠ জীবনেরই গল্প তুলে ধরা হয়েছে। সমরজিৎ রায় একজন জাত শিল্পী-সুরকার। তাঁর সুরের সম্মোহন বরাবরই আমাকে মুগ্ধ করে। সমরজিতের জন্য গান লেখা মানে প্রতিবারই নতুন নতুন নিরীক্ষার মুখোমুখি হওয়া। এ এক অন্যরকম ভালো লাগা।'

বিষয় : ইন্দ্রানী সেন সমরজিৎ সেন

মন্তব্য করুন