আইসিইউতে মুশফিক আর ফারহান
মুশফিক আর ফারহান। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৫:৩৮ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৫:৩৯
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা।
তিনি বলেন, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
চিকিৎসকের বরাত দিয়ে নির্মাতা দীপু হাজরা জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।
এদিকে আজ অভিনেতা মুশফিক আর ফারহান একটি নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।
- বিষয় :
- মুশফিক আর ফারহান
- নাটক
- সিনেমা