হঠাৎ কেন হাসপাতালে ছুটলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন। ছবি: তেলেগু নিউজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৫:২২ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৫:২৫
মুক্তির আগে ও পরে ‘পুষ্পা ২’ সিনেমা নিয়ে কতশত ঘটনার জন্ম তা বোধহয় হাতে গুনে শেষ করা কঠিন। এসবের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সিনেমাটির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু ও তার ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা। এজন্য জেলেও যেতে হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। শুধু তাই নয়, তার বাড়িতে হয়েছে হামলা। অবশ্য সেই মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এবার আহত শিশুটিকে দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গেলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার শ্রীতেজা নামক আহত ছেলেটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। আজ মঙ্গলবার আল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। নায়ককে এক নজর দেখতে মঙ্গলবারও হাসপাতালের বাইরেও অনুরাগীরাও ভিড় করেন। কিন্তু অভিনেতা হাসপাতালে আসার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
হাসপাতালে আধঘণ্টার মতো সময় কাটান আল্লু অর্জুন। তার সঙ্গে ছিলেন তেলেঙ্গানা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু। তারা শ্রী তেজের স্বাস্থ্য নিয়ে কথা বলেন চিকিৎসকের সঙ্গে। পাশাপাশি তেজের বাবার সঙ্গেও কথা বলেন আল্লু। এসময় সর ধরণের সহযোগিতার আশ্বাস দেন অভিনেতা।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর আহত হয় তার আট বছরের ছেলেও। ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা। নিম্ন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা। এর মধ্যেই আইনি জটিলতাসহ নানা ঝামেলায় পড়তে হয়েছিল তাকে। এসব ঝামেলা কিছুটা কাটিয়ে আহত শিশুকে দেখতে হাসপাতালে ছুটলেন আল্লু অর্জুন।
এর আগে নিহত পরিবারকে অভিনেতা ও নির্মাতার পক্ষ থেকে আর্থিক অনুদানও দেওয়া হয়। সূত্র: ইটিভি ভারত ও আনন্দবাজার।
- বিষয় :
- আল্লু অর্জুন