ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

পিসির পাসওয়ার্ড ভুলে গেছেন?

পিসির পাসওয়ার্ড ভুলে গেছেন?

সালাহ উদ্দিন

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৮:০০

উইন্ডোজ ১০/১১ পিসিতে পাসওয়ার্ড ভুলে গেলে বিপদে পড়তে হয়। তবে আতঙ্কিত ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। এ জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।

মাইক্রোসফট অ্যাকাউন্ট

আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে এবং কম্পিউটারে লগইনে এটি ব্যবহার করেন, তবে সহেজই পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন।

প্রথমে উইন্ডোজ লগইন স্ক্রিনে যান এবং  ‘Sign-in options’-এ ক্লিক করুন। অপশনগুলোর মধ্যে ‘I forgot my password’ সিলেক্ট করুন এবং ‘Next’ বাটনে ক্লিক করুন।

 আপনার ই-মেইল অ্যাড্রেস, ফোন নম্বর অথবা স্কাইপের নাম টাইপ করতে বলবে। যে কোনো একটি দিয়ে ‘Next’ বাটনে ক্লিক করুন।

ভেরিফিকেশনের জন্য প্রদত্ত ই-মেইল অথবা নম্বর সিলেক্ট করে ‘Get Code’ বাটনে ক্লিক করুন। এ ছাড়াও আপনার কাছে আগে পাঠানো কোড থাকলে তা ব্যবহার করেও এগিয়ে যাওয়ার অপশন পাবেন। দুটির কোনোটি যদি আপনি না দিয়ে থাকেন তাহলে ‘I don’t have any of these’ অপশনে ক্লিক করে ভিন্ন একটি ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করুন। ভেরিফাইয়ের জন্য ওই ই-মেইল অ্যাড্রেসে কোড পাঠানো হবে।

ভেরিফিকেশনের কোড ‘Enter your security code’ টাইপ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। আগের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এবং আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করার সুযোগ পাবেন। নতুন পাসওয়ার্ড সেট করে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে পারবেনএবং ইউন্ডোজেও লগইন করতে পারবেন।

পাসওয়ার্ড রিসেট ডিস্ক

সতর্কতার অংশ হিসেবে পাসওয়ার্ড ভুলে যাওয়ার  আগে পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করে থাকেন, তবে আপনি  পাসওয়ার্ড পুনরায় সেট করতে এটি ব্যবহার করতে পারেন। প্রথমে যে ইউএসবি ড্রাইভে পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করেছেন সেটি কম্পিউটারে ইনসার্ট করুন। উইন্ডোজ লগইন স্কিনে পাসওয়ার্ড ফিল্ডের নিচে ‘Reset Password’-এ ক্লিক করুন এবং নতুন পাসওয়ার্ড তৈরিকরুন। নতুন পাসওয়ার্ড দিয়ে ইউন্ডোজে লগইন করুন। সফটওয়্যারের সাহায্যেপ্রযুক্তিতে প্রাথমিক  দক্ষতা থাকলে আপনি ‘Access Advanced Startup Options’-এর মাধ্যমে ‘Command Prompt’ সিলেক্ট করুন এবং কিছু কমান্ডের মাধ্যমে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। বিভিন্ন ফ্রি এবং পেইড সফটওয়্যার পাওয়া যায়, যার মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তবে সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

রিইনস্টল

উইন্ডোজ অপশনটি প্রথমেই সিলেক্ট না করে  ওপরের সব কয়টি অপশনের দ্বারা নিজের অ্যাকাউন্টের লক খোলার চেষ্টা করা উচিত। কিন্তু কোনো অপশনই কাজ না করলে তখন এ অপশনটি ব্যবহার করে আনলক করতে পারবেন। তবে মনে রাখবেন উইন্ডোজ পুনরায় ইনস্টল করলে সিস্টেম ড্রাইভের সব ডাটা মুছে যাবে।

আরও পড়ুন

×