ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মোদিকে হত্যার হুমকি, কংগ্রেস নেতা গ্রেপ্তার

মোদিকে হত্যার হুমকি, কংগ্রেস নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ২৩:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ২৩:৫৬

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার’ হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের

এক ভিডিওতে বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়,ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে।

ওই ভিডিও প্রকাশের পরই রাজা পাতেরিয়ার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে পাতেরিয়া জানান, 'হত্যা' বলতে তিনি মোদিকে পরাজিত করার কথা বুঝিয়েছেন।

ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রাজা পাতেরিয়ার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেন।  সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।



আরও পড়ুন

×