ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি কারামুক্ত

ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি কারামুক্ত

স্ত্রীর সঙ্গে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি (বামে)। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:১৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:১৪

বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে আমরণ অনশন শুরু করলে দুদিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়। খবর: বিবিসি’র।

শুক্রবার তেহরানের এভিন কারাগার থেকে মুক্ত হন জাফর পানাহি। তাঁকে দেখতে ভক্তসমর্থকেরা কারাফটকে জড়ো হয়েছিলেন। 

দুই সতীর্থ চলচ্চিত্র নির্মাতাকে আটকের প্রতিবাদ করায় গত জুলাইয়ে আটক হন ৬২ বছর বয়সি জাফর পানাহি।

‘ট্যাক্সি’ সিনেমা বানিয়ে ২০১৫ সালে বার্লিন উৎসবে সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বার্লিন বিয়ার জয় করেন জাফর পানাহি। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য পুরস্কার পান তিনি। বিভিন্ন সময়ে ইরান সরকারের নানা নিয়মনীতি নিয়ে কথা বলার কারণে গ্রেপ্তার ও দেশে গৃহবন্দি থেকেছেন জাফর পানাহি।

কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরে ফ্রেমক্স চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×