যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জনে ১ জনকে ঘরে থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০২:০৩ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৪:২৭
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য শাটডাউন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রতি ৫ জনে ১ জন যাতে ঘরে থাকে সেই নির্দেশনাও দেওয়া হচ্ছে।
করেনাভাইরাস ছড়িয়ে পড়ায় শুক্রবার এক ঘোষণার মাধ্যমে দেশটির কানেক্টিকাট এবং নিউ জার্সির রাজ্যের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইলিনয় এবং ক্যালিফোর্নিয়া প্রদেশেও এই নির্দেশ জারি করা হয়েছে। এসব রাজ্যে বেশিরভাগ অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দোকানপাট, ফার্মেসি এবং গ্যাস স্টেশন ছাড়াও অন্য সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম শহর নিউইয়র্কে এরই মধ্যে প্রয়োজন ছাড়া সব ব্যবসা-বাণিজ্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এতে আক্রান্ত হয়েছেন আরও ১৮ হাজার ৫০০ জন।
এদিকে গোটা বিশ্বে করেনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার জনে। অন্যদিকে এই ভাইরাসে প্রাণহানি হয়েছে ১১ হাজার জনেরও বেশি মানুষের।