- আন্তর্জাতিক
- করোনা চিকিৎসায় বুক জ্বালাপোড়ার ওষুধ!
করোনা চিকিৎসায় বুক জ্বালাপোড়ার ওষুধ!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কয়েকটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর হার্টবার্ন বা বুক জ্বালাপোড়ার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন চিকিৎসকেরা। তারা দেখতে চাচ্ছেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এই ওষুধ আদতে কার্যকর কিনা। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিনস্টাইন ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের অধীনে নিউইয়র্কে ২৩টি হাসপাতাল পরিচালিত হয়। এ সংস্থাটির সভাপতি ডা. কেভিন ট্রেসি বলেন, করোনা আক্রান্তদের ওপর ফ্যামোটিডিন নামের একটি বুক জ্বালাপোড়ার ওষুধের পরীক্ষামূলকভাবে প্রয়োগ (ক্লিনিকাল ট্রায়াল) করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর ফলাফল তারা জানতে পারবেন।
এরই মধ্যে ১৮৭ জন করোনা আক্রান্ত ক্লিনিকাল ট্রায়ালের জন্য নিবন্ধিত হয়েছেন। আরও এক হাজার ২০০ রোগী নিবন্ধিত হতে পারেন বলে আশা করছেন ডা. কেভিন।
ডা. কেভিন জানান, ‘নির্দিষ্ট রোগের জন্য তৈরি কোনো ওষুধ পরবর্তীতে অন্য রোগ সারাতে ব্যবহৃত হয়েছে এবং ইতিবাচক ফলও পাওয়া গেছে- ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে।’ তবে ফ্যামোটিডিন ব্যবহারে আদতে করোনা আক্রান্তরা ইতিবাচক ফল পাবেন কিনা সে প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনই নয় বলে জানিয়েছেন ডা. কেভিন।
তাহলে ডা. কেভিন ও তার সহযোগী গবেষকরা করোনা আক্রান্তরদের ওপর বুক জ্বালাপোড়া ওষুধ প্রয়োগের ধারণাটি কোথায় পেলেন? তারা এ ধারণাটি পেয়েছেন চীনের কয়েকজন করোনা আক্রান্ত রোগীর ওপর করা একটি গবেষণা থেকে। এ গবেষণাটি অবশ্য এখনও কোথাও প্রকাশিত হয়নি।
মন্তব্য করুন