ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত: বিশ্বনেতাদের মন্তব্য

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত: বিশ্বনেতাদের মন্তব্য

ছবি: আল-জাজিরা

ইয়াজিম পলাশ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১২:০৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১২:০৫

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিন আজ। গত শনিবার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। হামাসের অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। এরপর থেকে লড়াই চলছেই। একনজরে দেখা যাক, ফিলিস্থিন-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্বনেতাদের অবস্থান এবং তাদের মন্তব্য।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২০০।

মার্কিন নীতির ব্যর্থতার ফল ইসরায়েল-হামাস যুদ্ধ: পুতিন


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইসরায়েলপন্থি নীতি গ্রহণ করার জন্য ওয়াশিংটনকে দায়ী করে বলেছেন, এই নীতি ফিলিস্তিনিদের স্বার্থ বিপন্ন করছে।

তিনি মঙ্গলবার মস্কো সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল-গাজা সংঘাত ওয়াশিংটনের ‘মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকে’ তুলে ধরছে। একই সঙ্গে তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘জরুরি’ বলেও মন্তব্য করেন।

পুতিন বলেন, ‘আমি মনে করি, বেশির ভাগ মানুষ আমার সঙ্গে একমত পোষণ করবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনীতির ব্যর্থতার পরিষ্কার উদাহরণ হচ্ছে এই সংঘাত।’

ইরাকি হিজবুল্লাহর হুঁশিয়ারি


ইহুদি ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যে সংঘাত চলছে তাতে যদি আমেরিকা কোনরকম হস্তক্ষেপ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অন্যতম সংগঠন কাতাইব হিজবুল্লাহ।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব আবু হোসাইন আল হামিদাভি বলেন, ‘আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোয় হামলা চালাতে এবং মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে।’ 

হামাসের হামলা সম্পূর্ণভাবে শয়তানের কাজ: বাইডেন


ইসরায়েলের নিরস্ত্র মানুষের ওপর হামাস সদস্যরা যেভাবে হামলা চালিয়েছেন, তাকে সম্পূর্ণভাবে শয়তানের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মন্ত্রিসভার একাধিক সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর একথা বলেছেন তিনি।

হামাসকে রক্তপিপাসু আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের এই হামলা জঙ্গি গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সবচেয়ে নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়।

হামাসের বিরুদ্ধে বদলা কেবল শুরু: নেতানিয়াহু


ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর তীব্র আক্রমণে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে শুরু করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘বদলা কেবল শুরু।’

ইসরায়েলের দক্ষিণাঞ্চল সফরকালে কর্মকর্তাদেরকে নেতানিয়াহু বলেছেন, ‘আগামীতে হামাসকে যা দেখতে হবে তা আরও কঠিন এবং ভয়ংকর হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি এবং আমরা তাদের শক্তি দিয়ে পরাজিত করব প্রচণ্ড শক্তিতে।’ 

ইসরায়েলের পাশে মোদি, ফিলিস্তিনিদের পক্ষে কংগ্রেস


ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিষয়টি জানিয়ে বলেছেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বার্তা- ‘পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’

এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেছেন,‘স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের দাবি ন্যায্য বলেই আমরা মনে করি। কংগ্রেস চায় আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের আমজনতার সেই বৈধ আকাঙ্ক্ষা পূর্ণ হোক।’

হামলার পরিকল্পনাকারীদের হাতে চুম্বন করি: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, যারা ইহুদিবাদী শাসকদের ওপর হামলার পরিকল্পনা করেছে আমরা তাদের হাতে চুম্বন করি। এসময় তিনি শনিবার হামাসের ভয়াবহ হামলার পেছনে ইরানের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 

সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স ও পার্স টুডে

আরও পড়ুন