বিশ্বের সঙ্গে টোঙ্গার ইন্টারনেট সংযোগ ফিরল
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০১:০৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০১:০৬
দ্বীপ রাষ্ট্র টোঙ্গার সঙ্গে বাকি বিশ্বের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরের জলমগ্ন একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও পরবর্তীকালে সুনামিতে ক্ষতিগ্রস্ত সাবমেরিন কেবল মেরামত করার পর এই সংযোগ দেওয়া হয়।
গত ১৫ জানুয়ারির প্রাকৃতিক দুর্যোগে ছোট এই দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে, শত শত ঘরবাড়ি ধ্বংস হয় এবং তিন জন নিহত হন। সে সময় সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়ে প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত এই দ্বীপপুঞ্জটির সঙ্গে সারাবিশ্বের যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর রয়টার্সের
ওই ঘটনার পাঁচ সপ্তাহ পর মঙ্গলবার টোঙ্গা বিশ্বের সঙ্গে ফের যুক্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
এ দিন স্থানীয় সময় বিকেলে মেরামতকারী একটি জাহাজ পুনঃস্থাপিত কেবল হস্তান্তর করার পরপরই প্রধান দ্বীপের বাসিন্দাদের ইন্টারনেট সচল হয়ে উঠে বলে টোঙ্গা কেবলের প্রধান নির্বাহী জেমস পানুভে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।
কেবল মেরামত চলাকালীন টোঙ্গার বাসিন্দারা অস্থায়ী স্যাটেলাইট পরিষেবা দিয়ে কোনরকমে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের কাজটি চালিয়ে গেছে।
