নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ৪০০

ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৫
রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪০০ জনের বেশি মানুষ। দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার এ তথ্য জানিয়েছে রুশ মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো। খবর আল-জাজিরার
ওভিডি-ইনফোর তথ্য অনুযায়ী, নাভালনির মৃত্যুর খবর শোনার পর তার প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সমাবেশ করেন অনেকে। অনেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়েও সম্মান জানান। এসব কার্যক্রমে অংশ নেওয়ায় শুক্র ও শনিবার ৪০১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মস্কোর ৪৯ জন এবং সেন্ট পিটার্সবার্গের অন্তত ৭৪ জন রয়েছেন।
রাশিয়ার মোট ৩২টি শহর থেকে নাভালনির প্রতি শ্রদ্ধা জানানো লোকজনকে আটক করা হয়েছে। ওভিডি-ইনফো বলেছে, ‘আটক ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার চেয়ে বেশি মানুষকে হেফাজতে নিতে পারে পুলিশ।
- বিষয় :
- পুতিনের সমালোচনাকারী
- নাভালনি
- আটক
- রাশিয়া