মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০ (ভিডিও)

মধ্য আকাশে মালয়েশিয়ার নৌবাহিনীর দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ (ছবি-বিবিসি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১০:২৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১১:৫১
মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার দুটি। ওই দুই হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রু’র সকলেই নিহত হয়েছেন। খবর- বিবিসি
রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য সামরিক মহড়ার সময় হেলিকপ্টার দুটির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার লুমুত শহরে যেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে নেই।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টার দুটি মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে একটির সঙ্গে অন্যটির আঘাত লাগে।
At least 10 people k1lled when two military helicopters collided midair in Lumut, #Malaysia. pic.twitter.com/gR45qrwjVZ
— Arthur Morgan (@ArthurM40330824) April 23, 2024
হেলিকপ্টার দুটির একটিতে (HOM M503-3) সাতজন আরোহী ছিলেন যা মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটিতে (ফেনেক এম502-6) তিনজন আরোহী ছিলেন যা কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে।
রাজ্য ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে দুর্ঘটনার ব্যাপারে তারা সতর্ক করেছিল।
এর আগে মার্চ মাসে প্রশিক্ষণের সময় মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার দেশটির আংশা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছিল। এতে ওই হেলিকপ্টারের থাকা পাইলট, কো-পাইলট ও দুই যাত্রীকে উদ্ধার করেছিলেন জেলেরা।
- বিষয় :
- মালয়েশিয়া
- হেলিকপ্টার
- সংঘর্ষ
- সামরিক মহড়া
- বিধ্বস্ত
- নিহত