ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আইএসআইকে মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি পাকিস্তান সরকারের

আইএসআইকে মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি পাকিস্তান সরকারের

ছবি: আরব নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৮:৩০ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ১৮:৪০

জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) মোবাইল ফোনে আড়িপাতা ও খুদে বার্তা ট্রেস করার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। খবর আরব নিউজের

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৯৯৬ সালের টেলিযোগাযোগ (সংশোধিত) আইনের ৫৪-ধারার অধীনে আইএসআই মনোনীত কর্মকর্তাদের কল ট্রেসের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। 

তবে গোয়েন্দা সংস্থার মনোনীত ওই কর্মকর্তা ১৮ গ্রেডের নিচে হতে পারবেন না। 

এতে আরও বলা হয়েছে, বিদেশি আগ্রাসন বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা বা সুরক্ষার জন্য যেকোনো লাইসেন্সধারীর চেয়ে টেলিযোগাযোগ ব্যবস্থায় সরকারের অগ্রাধিকার বেশি থাকবে। 

এর আগে, গত ৭ জুন পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সরকার বিভিন্ন ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের (আইএসপি) একটি জাতীয় ফায়ারওয়াল ইনস্টল করছে। যা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে অযাচিত তথ্য বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বাধা দেবে। 

আরও পড়ুন

×