চাপে থাকা বাইডেনকে নিয়ে যা বললেন বিশ্বনেতারা

জো বাইডেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১৫:১৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ | ১৫:২১
বয়সের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুননির্বাচিত হয়ে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। নিজ দলের অনেক নেতা তাকে নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে ধরাশায়ী হওয়ার পর এ দাবি আরও জোরালো হয়েছে।
এ অবস্থায় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সম্মেলন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বাইডেন তাদের সঙ্গে বৈঠক করেছেন; সম্মেলন শেষে একক সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন। এ অবস্থায় সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা তাকে নিয়ে কী বলছেন। খবর হিন্দুস্তান টাইমসের
ন্যাটো সম্মেলনে অংশ নেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একান্ত সাক্ষাৎকারে সিএএনের জেক ট্যাপারের মুখোমুখি হন তিনি। ট্যাপার তার কাছে বাইডেনের বয়স নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। জবাবে স্টারমার বলেন, নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের মানুষ নির্ধারণ করবেন, কে তাদের প্রেসিডেন্ট হবেন। এরপরই তিনি বাইডেনের মানসিক অবস্থা সম্পর্কে বলেন, তার সঙ্গে আলাপকালে ৮১ বছরের বাইডেনকে তিনি ‘ভালো ফর্মে’ পেয়েছেন। তিনি জানান, তথাপি আবার সুযোগ হলে তিনি তাঁর (বাইডেন) বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন।
বাইডেনের বয়স ও প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ইস্যুটি নিয়ে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া অন্য বিশ্বনেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছেন। তিনি বলেন, বড় বড় বিষয় নিয়ে বাইডেনের সঙ্গে কাজ করতে সব সময়েই বেশ ভালো লাগে। তাঁর অভিজ্ঞতা ও ভাবনার গভীরতা আছে; বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুল করে ‘পুতিন’ বলে সম্বোধন করেন বাইডেন। এ ইস্যুতে বাইডেনের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, সবারই কথা বলার সময় মাঝেমধ্যে ভুল হতে পারে। ইমানুয়েল মাখোঁ বলেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তাকে দায়িত্ব পালনে সক্রিয় এবং বিভিন্ন বিষয়ে স্পষ্ট বলেই মনে হয়েছে।
মাখোঁর বক্তব্যকে সমর্থন করেন জার্মান চেন্সেলর ওলাফ শোলাৎজ। তিনি বলেন, কথা বলার সময় একটু এদিক সেদিক হতেই পারে। আপনি যদি কাউকে খুব ঘনিষ্টভাবে অনুসরণ করেন, তাহলে এমনটা অবশ্যই দেখবেন।
- বিষয় :
- জো বাইডেন
- যুক্তরাষ্ট্র
- প্রেসিডেন্ট
- নির্বাচন