পশ্চিমবঙ্গ
সুপ্রিম কোর্টের নির্দেশেও মেলেনি সাড়া, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই

ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:২৫
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ-আন্দোলন থাকছেই না। সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানে হলেও তাতে কাজ হয়নি। মঙ্গলবারও তারা কর্মবিরতি পালন করেছেন।
বিকেল ৫টা বাজলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কর্মবিরতি প্রত্যাহার করেননি ইন্টার্ন চিকিৎসকেরা। তারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নেন। দাবি না মানা হলে সেখানেই বসে থাকার ডাক দিয়েছেন তারা। স্বাস্থ্য ভবনের একটি সূত্র জানায়, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে কথা বলার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে চিকিৎসকরা বলেন, তারা কিছু বলতে আসেননি। তাদের দাবি স্পষ্ট। এসব দাবি মানা না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’ মুখ্যমন্ত্রীর এ মন্তব্যের বিরোধিতায় সরব হয় বিরোধী দলগুলো। ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিচার না পাওয়া পর্যন্ত তারা কোনও উৎসবে শামিল হবেন না। মঙ্গলবার তারা এ মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে অভিহিত করেন।
আর জি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ চারজনকে মঙ্গলবার আলিপুর আদালতে সশরীরে হাজির করা হয়। পরে আদালত থেকে বের হলে তাকে লক্ষ্য করে ‘ধিক্কার’ শব্দটি উচ্চারণ করেন। পরে ‘চোর চোর’ ‘ফাঁসি চাই’ স্লোগানও ওঠে। গাড়িতে তোলা হলে তা লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়।
এদিন আদালত আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসর আলিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
- বিষয় :
- ধর্ষণের পর হত্যা
- ধর্ষণ ও হত্যা
- পশ্চিমবঙ্গ
- ভারত