ইংলিশ চ্যানেলে ফের নৌকাডুবি, ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪০
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে প্রবেশের সময় নৌকাডুবিতে অন্তত আটজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে নৌকাডুবিতে আবারও প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে ৩ সেপ্টেম্বর ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক ছিলেন।
ফরাসি পুলিশের একটি সূত্র জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এটি ডুবে যায়।
দেশটির সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষ গত শনিবার জানিয়েছে, সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। শুক্র থেকে শনিবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় অন্তত ২০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- ইংলিশ চ্যানেল
- নৌকাডুবি