তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ১১:২৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ১২:১৬
তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে পারলে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রুবিও কথা জানান।
রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এইমাত্র শুনলাম, তালেবান যতজনের কথা বলেছে, তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে। যদি এটি সত্যি হয়, তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমনকি আমরা বিন লাদেনের ওপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম, তার থেকে বড় হবে।’ খবর- রয়টার্স।
ওই পোস্টে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন, সে বিষয়েও আর কিছু বলা হয়নি।
গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয়, আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে। মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল।
ওই ব্যক্তির নাম খান মোহাম্মদ। গত মঙ্গলবার আফগান কর্মকর্তারা বলেছিলেন, খান মোহাম্মদ কাবুলে ফিরেছেন। তালেবান প্রশাসনের একজন মুখপাত্র দুই আমেরিকানকে মুক্তির খবর নিশ্চিত করেছেন।
তাদের একজন রায়ান করবেট। তার পরিবার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২২ সাল থেকে তালেবানের হাতে জিম্মি ছিলেন করবেট।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো মুক্তি পাওয়া অন্য আমেরিকানের নাম উইলিয়াম ম্যাককেন্টি বলে জানিয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে তালেবান।
- বিষয় :
- তালেবান
- যুক্তরাষ্ট্র
- কাবুল