ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইমরানের সঙ্গে সাক্ষাতের পর মিডিয়ায় আলোচনা নয়

ইমরানের সঙ্গে সাক্ষাতের পর মিডিয়ায় আলোচনা নয়

ইমরান খান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫ | ০৯:৩৪

এখন থেকে সপ্তাহে দুই দিন মঙ্গল ও বৃহস্পতিবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন অনুমতিপ্রাপ্তরা। গতকাল ইসলামাবাদ হাইকোর্ট এক রায়ে এ বিষয় নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করার জন্য শুধু তাঁর নির্বাচিত প্রতিনিধি সালমান আখরাম রাজার মনোনীত ব্যক্তিরাই অনুমতি পাবেন। তবে এসব সাক্ষাতের পর মিডিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনা নিষিদ্ধ করেছেন আদালত।

জেল কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হচ্ছে। এ বিষয়ে দর্শনার্থীদের কাছ থেকে সাক্ষাতের পর রাজনৈতিক আলোচনা না করার একটি অঙ্গীকার নেওয়ার কথা বলেছেন আদালত। এছাড়া, পিটিআই প্রতিষ্ঠাতার শিশুদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সিদ্ধান্ত ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। সামা নিউজ।

আরও পড়ুন

×