করোনা ছড়াতে পারে বায়ুবাহিত ক্ষুদ্র কণা থেকেও, দাবি বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২০ | ০৩:৪৫
করোনা নিয়ে নতুন আতঙ্কের কথা শোনালেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। সম্প্রতি নিউইয়র্কের স্বাস্থ্যবিষয়ক একটি সাময়িকীতে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, করোনভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বায়ুবাহিত ক্ষুদ্র কণা থেকেও। আর তা একজনের দেহ থেকে একাধিক মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঘরের এক কোণে বসে থাকলেও একজন করোনা সংক্রমিত ব্যক্তির নাক-মুখ থেকে বের হওয়া বায়ু আরও দশ জনকে সংক্রমিত করতে সক্ষম। এছাড়াও বন্ধ ঘর বা যেখানে বায়ুর চলাচলের অসুবিধা রয়েছে সেই স্থানে দাঁড়িয়ে অথবা বসে কেউ হাঁচি-কাশি দিলে, গান বা চিৎকার করলেও একজনের থেকে অপর জনের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়।
করোনা মহামারির শুরু থেকেই বিশেষজ্ঞরা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে আসছেন। তবে ৬ ফুট দূরত্বকে এখন যথেষ্ট নয় বলে মনে করছেন তারা। বায়ু বাহিত কোনও জীবাণুর বৃহত্তর কণা খুব বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে না, কিছু সময় পরই তা মাটিতে পড়ে যায়। তবে সুযোগ পেলেই এরা নাক, মুখ বা চোখ যে কোনো কাউকেই সংক্রমিত করতে পারে।
সম্প্রতি অ্যারোসোল সম্পর্কিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড. জর্জেস বেনিয়ামিন বলেছেন, পুরো বিশ্বে যতদিন না করোনার কোনও টিকা বের হচ্ছে, ততদিন পর্যন্ত মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি। তাহলে কিছুটা রোধ করা যেতে পারে এই মারণ ব্যাধির দাপট।
- বিষয় :
- করোনাভাইরাস
- যুক্তরাষ্ট্র-কানাডা