বাংলাদেশের একাত্তর
স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ না জনযুদ্ধ

আফসান চৌধুরী
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০
[শেষ প্রসঙ্গ]
একাত্তরটা শুরু হলো কবে থেকে? এ প্রশ্ন আমার সারা জীবনের। আমার মতে, একাত্তরটা শুরু হয়েছে বিভিন্ন সময় থেকে। একাত্তর সাল ১৯৭১ সালের ১ জানুয়ারিতে শুরু হয়নি, এর ইতিহাসের শিকড় চলে গেছে ২০০ বছর, ৫০০ বছর গভীরে। যখনই যে অত্যাচার, যে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে- তখন থেকেই এই ইতিহাসের শুরু হয়েছে। ছোট, ক্ষুদ্র, প্রায় অদৃশ্য- তবু শুরু হয়েছে। আর্যদের দখল করা, মোগলদের দখল করা, তুর্ক-আফগানদের দখল করা, ইংরেজদের দখল করা, পাকিস্তানের দখল করা দেশে যে মানুষ চাষ করেছে, সংসার চালিয়েছে- সে মানুষই বিদ্রোহ করেছে। বিদ্রোহী সে। এবং সে-ই বাংলাদেশের ইতিহাসটাকে এগিয়ে নিয়ে গেছে। সেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা কেবল সশস্ত্র বিদ্রোহের চোখ দিয়ে বিদ্রোহকে দেখতে পাই, দেখতে চাই। আমাদের ইতিহাসের এই সেনাকরণ একটি বড় সমস্যা। যা থেকে আমরা দূরে চলে যেতে পারব না, কারণ সেটা হচ্ছে শক্তির উৎস। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের জন্ম তখনই হয়েছে, যখন বাংলাদেশের মানুষ বলেছে যে আমি যুদ্ধটা করতে চাই। বাংলাদেশের মানুষ কখনও বলেনি, আমি অন্য কাউকে আক্রমণ করব। তারা বলেছে যে, তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব।
এবং তারা করেছে। একজন সাধারণ কৃষক যখন অস্ত্র হাতে নিয়েছে, সেখানে পরিবর্তনটা কত মৌলিক সেটা আমরা হয়তো ভাবতেই পারব না। সেনাবাহিনী তো অস্ত্র হাতে নেওয়ার জন্য প্রশিক্ষিত। সেটাই তাদের কাজ। একজন বেতনভোগী যোদ্ধা আর অন্যজন, যে বিনা বেতনে জীবনের সমস্ত কিছু বাজি রেখে যুদ্ধ করতে যাচ্ছে- তার মধ্যে মৌলিক তফাৎ রয়েছে। সেও রাষ্ট্রের অংশ। তবে একজন প্রাতিষ্ঠানিক রাষ্ট্র, অন্যজন জনগণের রাষ্ট্র। সামাজিক রাষ্ট্রের প্রতিনিধি হচ্ছে এই কৃষক শ্রেণির সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষই শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। আমাদের অনেকে বলে থাকেন, এই যে মুক্তিযুদ্ধ- এখানে মুক্তি কারা পেয়েছে? হ্যাঁ এটা ঠিক যে, প্রাতিষ্ঠানিক দুনিয়ায় মুক্তি আসলেই কম হয়েছে, প্রাতিষ্ঠানিক দুনিয়া এখনও প্রাতিষ্ঠানিক এবং সেখানে অনেক জায়গাতে এখনও পাকিস্তানি কাঠামো বা চেহারা পাওয়া যায়। কিন্তু অপ্রাতিষ্ঠানিক দুনিয়া অনেক সামনে চলে গেছে। আজকে গ্রামের কৃষক-হাইল্লাকে মধ্যবিত্তের বলার দরকার নেই যে তোমার এইটা করলে ভালো হবে, ওইটা করলে মন্দ হবে। যেটা ইতিহাসে একাত্তর পর্যন্তই ছিল। সুতরাং একাত্তরটা সে কারণেও গুরুত্বপূর্ণ যে, কৃষক মুক্ত হয়ে গেল। কৃষক এই যে অর্থনীতিতে সবল হওয়া শুরু করল, সেটা যত দুর্বলভাবেই হোক, আজকে এসে সমাজের সবচেয়ে সবল শ্রেণি হচ্ছে কৃষক শ্রেণি। বড়লোক তো থাকে কানাডায়; তাকে নিয়ে তো আমাদের চিন্তা করার কিছু নেই। বাংলাদেশের যে মাটি- এই ভূখণ্ডের মালিক কিন্তু এখন কৃষক শ্রেণি।
কারণ মধ্যবিত্ত যে শ্রেণি- তার তো কোনো শক্তিই নেই, ক্ষমতাই নেই। ও তো হচ্ছে অর্থনীতির ভাষায় যাকে বলে মধ্যস্থতাকারী। সে মধ্যস্বত্বভোগী। এখন তো আর সেই মধ্যস্বত্বভোগীর দরকার নেই। এই মধ্যস্বত্বভোগীর বিলুপ্তিটা শুরু হলো একাত্তর সালেই। হয়ে সবচেয়ে সুবিধাবান হয়েছে কৃষক সমাজ, সাধারণ মানুষ। আজকে গার্মেন্ট কারখানায় এসে কাজ করে যে মেয়েটা বাংলাদেশকে ধনী করে, হতে পারে তার জীবনে হাজারটা কষ্ট আছে- কিন্তু সে এই সুযোগটা একাত্তরের আগে পায়নি। যে কারণেই হোক, আজকে সে পাচ্ছে, সে সেই সুযোগটা নিচ্ছে এবং সবল হচ্ছে। সে মুক্ত হয়েছে। আজকে আর গ্রামে গিয়ে দশটা কথা বলে বোঝানো যাবে না, একাত্তর সালেও যায়নি। বোঝানো গেলে তো রাজাকারদের পক্ষেই দেশের সকল কৃষক চলে যেত। কিন্তু তারা যায়নি। কেন যায়নি? কারণ, তারা মেধাবী। ভারতীয় ইতিহাসবিদরা অনেক সময় বলেন যে, এই দেশের মানুষরা বিভিন্ন সময় মুরব্বিদের কথা শুনে চলেছে। এটা একদমই বাজে কথা। বাংলাদেশের কৃষক মুরব্বিদের কথা সবচেয়ে কম শোনে। ওর মতো সুবিধাবাদী, ওর মতো স্বার্থপর কমই আছে। এবং সে কারণেই ও টিকে আছে। ও জানে ওর ইতিহাসটা কী। ও বলে যে, 'আমি শুনুম না তোমার কথা, আমি আমার কথাই শুনুম।' এটা একবার না, এটা সে বারবার প্রমাণ করেছে যে, সে কেবল নিজের কথাই শোনে। আজকে বাংলাদেশটা সম্ভব হতো তাকে ছাড়া? বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সম্ভব হবে কৃষককে বাদ দিয়ে? কৃষক পাত্তাই দেয় না শহরের রাজনীতিকে।
কৃষক পাত্তাই দেয় না শহরের কাঠামোকে। সে মনে করে, শহরের লোকেরা এলে এলো, না এলে না এলো। ও নিজে আয় করে, নিজে চলে- ফেসবুকে কী বলল না বলল, তাতে ওর কিচ্ছু আসে যায় না। মধ্যবিত্তের তো ফেসবুক ছাড়া আর কিচ্ছু নাই। সেটা কৃষকের কোনো দরকারই না। কৃষক নিজে অর্থনীতি তৈরি করছে, নিজে সবল হচ্ছে। কতটা সবল- সেটা বোঝা যায় মাঝেমধ্যে যখন কৃষকের ওপরে কারোর কিছু বলার সাহস থাকে না। তাকে শেষ পর্যন্ত গিয়ে মেনে নিতে হয়। আর মধ্যবিত্তের কথা মানে কেউ? না, মানে না। বড়লোক তো চুরিচামারি করে যাচ্ছে- আচ্ছা করুক, কিন্তু কত দিন করতে পারবে? বাংলাদেশ আজকে অবস্থাপন্ন- এত চুরির পরও ৫০ বছরে বাংলাদেশ আজকে ভারতের কাছাকাছি পৌঁছে গেছে, আর পাকিস্তানকে তো আগেই ফেলে দিয়েছে। আমার মনে আছে, ২০ বছর আগে পাকিস্তানিরা আমাদের কী গালি দিত! কিন্তু ২০ বছর পর সে আর গালি দিতে পারে না। কারণ সে জানে, বাংলাদেশ আজকে সকল দিক থেকে পাকিস্তানের চেয়ে ভালো। এই যে অবস্থা- এটা কি আমরা করেছি? এটা করেছে এই কৃষক সমাজ। কৃষিক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে এসে বাংলাদেশের কৃষক সমাজের সাধারণ মানুষই দেশটাকে সবল করেছে। এই শক্তি তো আগে ছিল না। কৃষক সমাজ এই শক্তিটাই প্রকাশ করার সুযোগটা পেয়েছে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে। এই শক্তিটাকে ধরতে পারি না বলেই আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বুঝতে পারি না। কারণ, আমরা দেখতে চাই মধ্যবিত্ত চোখ দিয়ে- প্রাতিষ্ঠানিক দুনিয়ায় কে কী বলল না বলল, সংবিধানের কী হলো না হলো। আমি একবার একটা গবেষণা করেছিলাম যে, সংবিধান কতদূর পর্যন্ত যায়? আসলে ঢাকা শহরের বাইরে সংবিধান যায় না। সেই সমাজ, যে সমাজের সংবিধান যথেষ্ট সবল নয়, সে সমাজের মানুষ কতটা সবল হলে সে সংবিধানমুক্ত জীবনযাপন করতে পারে?
আমরা যারা একাত্তর নিয়ে গবেষণা করি- তারা মনে করি যে একটা দেশে প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক দুইটা শক্তি থাকে; একাত্তরে প্রাতিষ্ঠানিক শক্তি ছিল মুজিবনগর সরকার এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠিত সামরিক বাহিনীর মানুষ, রাজনীতিবিদ ও আমলারা। তারা একটা ভূমিকা পালন করেছে, কিন্তু এটাও মনে রাখা দরকার যে তাদের প্রবলভাবে সহায়তা করেছে ভারত। সেটা অত্যন্ত ধন্যবাদের সঙ্গেই আমাদের স্মরণে রাখা দরকার। কিন্তু অপ্রাতিষ্ঠানিক যে সমাজ বা সামাজিক শক্তি- সেটা কারও সহায়তার জন্য অপেক্ষা করেনি। সে নিজে থেকেই নিজে সিদ্ধান্তগুলো নিয়েছে। এবং সেটাই তার ইতিহাসের একটি বড় বিজয়। সে যে স্বাধীন- সেটা স্বাধীনতা যুদ্ধের এই প্রক্রিয়ার মাধ্যমেই সে প্রমাণ করেছে নিজের কাছে যে, আমি স্বাধীন। এখন আর বাংলাদেশের সঙ্গে ভারতীয় ও পাকিস্তানি ইতিহাসের তুলনা করা যায় না। কারণ, দুটোই ঔপনিবেশিক শক্তির সঙ্গে হাত-পা জড়িয়ে থেকে, তাদের সঙ্গে বোঝা-পড়া ও সমঝোতা করে বের হয়ে এসেছে। বাংলাদেশ করেনি। বাংলাদেশ যুদ্ধ করে বের হয়ে এসেছে। এই যে মৌলিক পার্থক্যটা- এটা কোনোদিন অস্বীকার করা যায় না। কিন্তু আমাদের দেশের ইতিহাসে আমরা যুদ্ধটাকে খুব মহান করেছি, এর প্রভাবটা, অর্থাৎ আমি যে কোনো শক্তির সঙ্গে সমঝোতা করে আসিনি, আমি বোঝা-পড়ার মাধ্যমে স্বাধীন হইনি- সেটাকে বড় করে তুলে ধরা হয় না। মূলত তাকেই প্রকাশ করা দরকার সবচেয়ে বেশি।
বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক শক্তি, কৃষক-শ্রমিক সাধারণ সমাজ যে স্বাধীন- সেটা তারা বলেছে, প্রমাণ করেছে এবং প্রতিষ্ঠা করেছে। তাদের হাজারটা কষ্ট হোক, তবু তারা সেটা প্রমাণ করেছে। তারা স্বাধীনতাকে প্রতিষ্ঠা করেছে। তাদের কারও কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। তারা যত খারাপ হোক, তারা তাদের নিজেদের শক্তিতেই স্বাধীন। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের একাত্তর।
[সমাপ্ত]
- বিষয় :
- আফসান চৌধুরী
- ধারাবাহিক
- বাংলাদেশের একাত্তর