যে কারণে এই গ্রামে দোতলা বাড়ি বানান না কেউ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২ | ০১:১৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ | ০১:১৩
আজকাল অনেকেই বহুতল ভবন তৈরি করছেন গ্রামে। কিন্তু এমন এক গ্রাম আছে যেখানে দোতলা বাড়ি বানাতেও ভয় পান বাসিন্দারা। ৭০০ বছর ধরে এই এলাকায় দোতলা বাড়ি তৈরি করেননি কেউ।
ভারতীয় গণমাধ্যম আননন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র এই গ্রামটির নাম উদসর। এটি ভারতের রাজস্থানের চুরু জেলার সর্দারশহরের অন্তর্গত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রমটিতে কেউ দোতলা বাড়ি বানালেই সে পরিবার তছনছ হয়ে যাবে। আর সেই বিশ্বাসই ৭০০ বছর ধরে অক্ষরে অক্ষরে পালন করে চলেছে এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, ৭০০ বছর আগে গ্রামে গোমিয়া নামে এক ব্যক্তি ছিলেন। এক দিন গ্রামে ডাকাতরা হামলা চালায়। একমাত্র গোমিয়াই ডাকাতদলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ডাকাতদের সঙ্গে লড়াই করার সময় আহত হন। কোনও মতে পালিয়ে গ্রামেই তার শ্বশুরবাড়ির দোতলায় আশ্রয় নেন গোমিয়া। ভেবেছিলেন ডাকাতরা আর পিছু করবে না। কিন্তু ডাকাতরাও তাকে অনুসরণ করে তার শ্বশুরবাড়িতে হাজির হয়। সেখানে লড়াই শেষে গ্রামের সীমানায় গোমিয়ার শ্বশুরবাড়িতেই তাকে গলা কেটে হত্যা করে ডাকাতরা।
স্বামীর মৃত্যুতে প্রায় পাগলের মতো অবস্থা হয় তার স্ত্রীর। গোমিয়ার মৃত্যুর পর তার স্ত্রী নাকি অভিশাপ দিয়েছিলেন এই গ্রামে কেউ দোতলা বাড়ি বানালে সেই পরিবারে বিপদ নেমে আসবে। গ্রামবাসীরা বিশ্বাস করেন দোতলা বাড়ি বানালে সত্যিই সেই পরিবারের ওপর বিপদ নেমে আসবে। আর এই বিশ্বাসকেই বছরের পর বছর ধরে বহন করে চলেছেন উদসরের বাসিন্দারা।
- বিষয় :
- ভারত
- রাজস্থান
- দোতলা বাড়ি
- কুসংস্কার