ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বরিশালের ঘটনা অশনিসংকেত: জাপা মহাসচিব

বরিশালের ঘটনা অশনিসংকেত: জাপা মহাসচিব

জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১০:২৩

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বরিশালে ইউএনওর সরকারি বাসভবনে হামলা, আনসার ও পুলিশ সদস্যদের দফায় দফায় গুলি ও হামলা-সংঘর্ষের ঘটনায় সারাদেশে নাড়া দিয়েছে। বিষয়টি দেশের জন্য অশনিসংকেত। এ ঘটনার নিরপেক্ষ বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

শনিবার জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ১৪ আগস্ট রওশন এরশাদের শরীরে অপিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জাপার নেতারা।

জাপা মহাসচিব বলেন, বরিশালের ঘটনায় সরকারি দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সরকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।


আরও পড়ুন

×