ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নালায় সাবেক মেয়র পরিবারের ভবন

নালায় সাবেক মেয়র পরিবারের ভবন

কাগজপত্র ছাড়াই চট্টেশ্বরী রোডে নালায় গড়ে উঠেছে ‘হারুন অর রশিদ চৌধুরী ভিলা’ সমকাল

 বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২৩:৩৭

চট্টগ্রামের চকবাজার এলাকায় চট্টেশ্বরী রোডে নালার ওপর গড়ে উঠেছে সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী পরিবারের ছয় তলা ভবন ‘হারুন অর রশিদ চৌধুরী ভিলা’। কোনো কাগজপত্র ছাড়াই ভবনটি দাঁড়িয়ে আছে ১৮ বছর ধরে। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে রেজাউলের পরিবার এ ভবন গড়ে তোলে। ভবনটি থেকে ভাড়াও আদায় করছে পরিবারটি। রেজাউলের ভাই নজরুল করিম চৌধুরী এখন ভাড়া আদায় করছেন বলে জানান ভবনটির দারোয়ান।
গণমাধ্যমের কাছে নজরুল করিম চৌধুরী এটি তাদের পৈতৃক সম্পদ বলে দাবি করেছেন। ১৯৫৬ সালে তাঁর বাবা জায়গাটি কিনে সন্তানদের কাছে আমমোক্তারনামা করেন বলে তাঁর দাবি। কিন্তু এটির পক্ষে সিডিএতে কাগজপত্র জমা দেননি তিনি। 
কাগজপত্র ছাড়াই ছয় তলা ভবনের অনুমোদন কীভাবে হলো– এমন প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি সিডিএর কেউ। অথরাইজড অফিসার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন সমকালকে। তবে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রভাব খাটিয়ে কাগজপত্র ছাড়াই এ ভবন তৈরি করা হয়। ১৮ বছর ধরে এটি ভোগদখল করছে সাবেক মেয়রের পরিবার। এ ভবনের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেজাউলের ভাই সুমন নামে এক ব্যক্তি ভাড়ার টাকা ওঠাচ্ছেন। সিডিএ কীভাবে ছয় তলা এ ভবনের অনুমোদন দিল, তা আমাদের বোধগম্য হচ্ছে না। এমন অনিয়মের সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।’  

whatsapp follow image

আরও পড়ুন

×