- প্রবাস
- বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা- সমকাল
কানাডার ক্যালগেরির মালবোরো কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সাধারণ সভা।
সভায় সভাপতির বক্তব্য, সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং ট্রেজারার কর্তৃক রিপোর্ট পেশ করা হয়। অন্যদিকে ইলেকশন কমিশন নতুন কমিটি ঘোষণা করেন।
নাচ গান আর বাঙ্গালীদের চিরাচরিত আড্ডায় মুখরিত হয়ে ওঠে কমিউনিটি সেন্টার। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল নবপ্রজন্মের ইয়ুথ ট্যালেন্ট শো।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি মো. রশিদ রিপন তার কমিটির সকলকে মঞ্চে ডেকে এনে পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন 'সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আগামীতে আপনাদের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই, দোয়া করবেন যেন আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পারি।
সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, বাংলাদেশে কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি আমাদের সবার, আমরা সবাই মিলেমিশে নব প্রজন্মকে সঙ্গে নিয়ে কমিউনিটির উন্নয়নে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নতুন কমিটি ২০২০-২০২১ সালের জন্য নিযুক্ত হয়।
মন্তব্য করুন