খালেদা জিয়ার চিকিৎসা-স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ
টরন্টো সিটিতে আলোচনা সভা। ছবি: সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৯:১৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ০৭:৫৫
বাংলাদেশে মানবধিকার, সুষ্ঠু নির্বাচনের শঙ্কা, আইনের শাসনের অবনতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডিয়ান হাউজ অফ কমেন্সের সদস্য সালমা জাহিদ এমপি। মঙ্গলবার স্থানীয় সময় রাতে টরন্টো সিটিতে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন কানাডার নাগরিকত্ব ও অভিবাসন কমিটির চেয়ারম্যান, হাউজ অফ কমেন্সের সদস্য, কানাডা-বাংলাদেশ মৈত্রী কমিটির (বাংলাদেশ ককাস) ভাইস চেয়ারম্যান সালমা জাহিদ।
প্রধান অতিথি জানান, বাংলাদেশ ককাস কানাডা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে মানবধিকার, সুষ্ঠু নির্বচন ও খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করছে। গণতন্ত্রসহ বিভিন্ন মানবাধিকার বিষয়ে বাংলাদেশ তার সঠিক অবস্থানে দ্রুত ফিরে আসতে। বাংলাদেশের জনগণের পক্ষে তারা কাজ করছেন বলে জানান এ এমপি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন কারারুদ্ধ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও মুক্তিয় সভায় বিশেষ মোনাজাত আয়োজন করা হয়।
কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিএনপি অন্টারিও কানাডা শাখা কর্তৃক কৃতজ্ঞতা প্রকাশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
টরন্টো সিটির একটি অভ্যর্থনা হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কানাডা বিএনপি নেতা আকলাক হুসাইন। সভা পরিচালনা করেন অন্টারিও বিএনপি নেতা জাকারিয়া চৌধুরী। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সামুন ভুঁইয়া, আব্দুল ওয়াদুদ রোকন, আব্দুল মান্নান, নওশাদ উল্লাহ, মিফতাউল কাদির ফাহিম, ইঞ্জিনিয়ার কুতুব উদ্দীন শামীম, ইঞ্জিনিয়ার আমিনুল খন্দকার মাসুম, আব্দুল মুহিত, সুহেল খান, রোকেয়া পারভিন, আমিনুর রশীদ চৌধুরী বাবু, হোসেন আহমেদ লনি, ইন্জিনিয়ার শরিফ, আল ইমরান সাকিব, আব্দুল আজিজ, আবিদুল কাদির, আব্দুল হালিম প্রমুখ