শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছাত্রীর

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৯:৫৭ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:০৩
রাজশাহীর মোহনপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক ছাত্রী। শুক্রবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ছাত্রী অভিযোগ করেন, নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ ও নির্যাতন করছেন তাঁর শিক্ষক।
অভিযুক্ত শিক্ষক উপজেলার বাটুপাড়া কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউটের 'ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং' ট্রেডের শিক্ষক মাসুদ হোসেন সরকার। তিনি মৌগাছি ইউনিয়নের বাটুপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই ইনস্টিটিউটের অধ্যক্ষ আরজেদ হোসেন সরকারের চাচাতো ভাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ছাত্রী বলেন, শিক্ষক মাসুদের বাড়ির পাশেই আমাদের বাড়ি। ২০১৯ সালের ১০ মে বিকেলে শিক্ষক মাসুদ আমাকে তাঁর বাসায় দুধ দিয়ে আসতে ফোন করেন। সরল বিশ্বাসে সন্ধ্যার দিকে আমি তাঁর বাড়িতে দুধ দিতে গেলে আমাকে তাঁর ঘরে দুধ দিয়ে যেতে বলেন। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা বন্ধ করে দিয়ে আমাকে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হলে ধর্ষণ করেন। পরে হুমকি দেন যে, ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা আছে। বাড়িতে বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এরপর থেকে নানা সময় জিম্মি করে তিনি ধর্ষণ করেছেন। এ ঘটনায় গত ৩ জুলাই আমি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাসুদ হোসেন সরকারের কাছে ফোনে জানতে চাইলে তিনি অভিযোগ মিথ্যা দাবি করে ফোন কেটে দেন।
মোহনপুরের ইউএনও সানওয়ার হোসেন বলেন, ওই ছাত্রী আমার কাছে এসেছিল। তাকে থানায় বা আদালতে মামলা করতে বলেছি। মামলা করলে সে ন্যয়বিচার পাবে।