হত্যা মামলার তদন্ত করতে এসে ভুয়া ওসি আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ২২:৩৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ২২:৩৫
গ্রেপ্তার আনসার আলী ওরফে জাহাঙ্গীর (৪৫) সদর উপজেলার কুঠারাকান্দা ছনকান্দা গ্রামের উমেদ আলীর ছেলে।
এদিকে গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি (তদন্ত) পরিচয় দিয়ে আনসার আলী ওই এলাকায় আসেন। এসময় তিনি দাবি করেন, সিআইডি থেকে তাকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি একাই মামলাটি তদন্ত করবেন। পরে তিনি মামলার বাদীকে ঘটনাটি গোপন রাখার জন্য এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ওই এলাকায় যান। এসময় তিনি আনসার আলীকে ইজিবাইকে ঘুরতে দেখেন। এক পর্যায়ে সব জানতে পেরে তিনি আনসার আলীকে চ্যালেঞ্জ করেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। আদালতের মাধ্যমে ভুয়া ওসি আনসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।