ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

জাতীয়করণের মাধ্যমে শিক্ষায় বৈষম্য নিরসনের দাবি

জাতীয়করণের মাধ্যমে শিক্ষায় বৈষম্য নিরসনের দাবি

শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় - সমকাল

ওসমানীনগর (সিলেট) ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২৩:০১

সিলেটের ওসমানীনগরে শিক্ষক দিবসে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে সব বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে 'শিক্ষকের হাত ধরেই শিক্ষাব্যবস্থা রূপান্তর শুরু' প্রতিপাদ্যে গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজে আলোচনা সভায় এ দাবি জানান তাঁরা।

কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদের সভাপতিত্বে এবং শিক্ষক অর্জুন দাশের পরিচালনায় সভায় বক্তব্য দেন মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা মো. আবুল লেইছ, মো. মমিনুর রশিদ, সানা উল্লা, রিপন সূত্রধর, মাদ্রাসা সুপার আবদুল হাই প্রমুখ।

বক্তারা প্রথমবারের মতো শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বেসরকারি শিক্ষকরা কষ্টে রয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নির্ধারিত বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসবভাতা পীড়াদায়ক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রত্যাশা ছিল, সব পর্যায়ের শিক্ষা জাতীয়করণ করবে। প্রাথমিক পর্যায়ে জাতীয়করণ হলেও অন্যগুলো এখনও বাকি। সব পর্যায়ের শিক্ষা জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের প্রত্যাশা পূরণের দাবি জানান তাঁরা।

এদিকে কমলগঞ্জে শোভাযাত্রা শেষে চৌমুহনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত। ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, পৌর মেয়র জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্তকে সম্মাননা দেওয়া হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×