ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল

বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল

সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৯:২৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৯:২৭

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ছিল মানুষের ঢল। দিবসের প্রথম প্রহর শুক্রবার রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে কর্মসূচির সূচনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এর পরপরই সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধিসৌধ কমপ্লেক্সে। গভীর রাত পর্যন্ত চলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের পালা।

শুক্রবার কাকডাকা ভোর থেকে শুরু হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পালা। সকাল ১১টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এর পর দিনব্যাপী দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলাম জানান, পদ্মা সেতু চালুর পর এবারই প্রথম বিজয় দিবস। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ বলেন, সারাদেশে বঙ্গবন্ধুর সৈনিকরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। পদ্মা সেতু হওয়ায় টুঙ্গিপাড়ার সঙ্গে সারাদেশের যোগাযোগ স্থাপিত হয়েছে। তাই এই বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল নেমেছে।

ঢাকার নবাবগঞ্জের শরাফত হোসেন খান বলেন, এখন নিমেষেই টুঙ্গিপাড়া আসা যায়। তাই এখানে এসেছি। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি। তাঁর জন্য দোয়া করেছি। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র মহসিন উদ্দিন বলেন, আমি কলেজের সহপাঠীদের সঙ্গে এসেছি। এখানে এসে বঙ্গবন্ধু ও তাঁর সংগ্রামের ইতিহাস জানতে পেরেছি। আমি বারবার আসতে চাই।

আরও পড়ুন

×