ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

‘আ'লীগ দেউলিয়া হয়েছে বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভয় পায়’

‘আ'লীগ দেউলিয়া হয়েছে বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভয় পায়’

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১১:৪৬ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ১১:৪৬

বিএনপির দেশব্যাপী ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে দুই গ্রুপ পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার বেলা ১১টার সময় প্রেসক্লাবের সামনে এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা। পৌর ভবনের সামনে একই সময়ে অপর গ্রুপের নেতৃত্ব দিয়েছেন যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। পৃথক এই কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসিমউদ্দিন আহমেদ ওয়াসিম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। অবৈধ এই সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লুট, মানি লন্ডারিংয়ের কারণে দেশের মানুষ তাদের নিত্যপণ্যে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।’

তিনি বিচার বিভাগের কথা উল্লেখ করে বলেন, ‘দেশে আজ বিচারের নামে প্রহসন করা হচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘এদেশে আর রাতের বেলার ভোট হবে না, যারা স্বপ্ন দেখছেন অবৈধ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকবো, সেই স্বপ্ন দেশে মানুষ হতে দেবে না।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরস আলী ইছা, সদস্য সচিব এ.কে কিবরিয়া স্বপন প্রমুখ।

অপর দিকে শহরের পৌর ভবনের সামনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এ বি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

আরও পড়ুন

×