ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

টিসিবির পণ্য নিয়ে ফেরত দিলেন ইউএনওর গাড়িচালক

টিসিবির পণ্য নিয়ে ফেরত দিলেন ইউএনওর গাড়িচালক

বালিয়াকান্দিতে টিসিবির পণ্য নিতে নিম্ন আয়ের মানুষের সারি। ছবি: সমকাল

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:৩৪

নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য নিয়ে তা ফেরত দিয়েছেন বালিয়াকান্দির ইউএনওর গাড়িচালক সেলিম খোন্দকার। শনিবার বালিয়াকান্দি বাজারে সদর ইউনিয়নের ডিলার আব্দুল মান্নান খানের দোকান থেকে পণ্য নেন তিনি। পরে সমালোচনা শুরু হলে তা ফেরত দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করার পর ঘটনাস্থল পরিদর্শনও করেছেন ইউএনও। এ সময় কার্ড ছাড়া পণ্য দিতে নিষেধ করেছেন তিনি। পাশাপাশি চালককেও রোববার থেকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। ডিলারের কাছ থেকে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা ও চিনি এবং দুই কেজি ডাল নেন সেলিম।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকার সেলিম খোন্দকার দীর্ঘদিন ধরে বালিয়াকান্দির ইউএনওর গাড়িচালক হিসেবে কর্মরত। বর্তমানে তিনি পিআরএলে থাকলেও দায়িত্ব পালন করছেন। তিনি মাসে সাকল্যে ৩৬ হাজার টাকা বেতন পান।

সচ্ছল সরকারি চাকরিজীবী হয়েও অসহায় মানুষের জন্য বরাদ্দের পণ্য গ্রহণ করায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পরে ইউএনও বিষয়টি জানতে পেরে পণ্য ফেরত দিতে বাধ্য করেন। সেই সঙ্গে তাঁকে দায়িত্ব পালন না করার নির্দেশ দেন।

সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘আমি যখন পণ্য নিয়ে বের হই, তখন ইউএনওর গাড়িচালক এসে টিসিবির প্যাকেজ নিয়ে যান। এলাকার অতি দরিদ্র মানুষ পণ্য নিতে পারছে না, সেখানে একজন সচ্ছল সরকারি চাকরিজীবী কীভাবে নেন?’

টিসিবির ডিলার আব্দুল মান্নান বলেন, ইউএনওর গাড়িচালক মাঝেমধ্যেই পণ্য নিয়ে যান। শনিবার তিনি কার্ড দেখিয়ে পণ্য নেন। কার্ড দেখালে তিনি পণ্য দিতে বাধ্য। এ বিষয়ে চালক সেলিম খোন্দকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে পণ্য নেওয়ার কথা অস্বীকার করেন। তবে প্রমাণ থাকার কথা জানালে তিনি বলেন, গাড়িতে আছেন, পরে কথা বলবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনে তাঁকে ডেকেছিলেন। অভিযোগের সত্যতা মেলায় তাঁকে পণ্য ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। তাঁকে কাজে না আসার জন্য বলা হয়েছে। সেই সঙ্গে ডিলারকেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কাগজপত্র দেখে পণ্য বিতরণ করেন।


আরও পড়ুন

×