হাঁস চুরি মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ফাইল ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১৮:৫৮ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১৮:৫৮
নেত্রকোনার বারহাট্টায় হাঁস চুরির অভিযোগে অলি বিশ্বাস নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি ঠাকুরাকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার পাঁচপাই গ্রামে।
এলাকাবাসী জানায়, বারহাট্টার কর্ণপুর গ্রামের খোরশেদ আলম দীর্ঘদিন ধরে খামারে হাঁস পালন করছেন। গত শনিবার রাতে তাঁর খামার থেকে প্রায় ৭৫০টি হাঁস চুরি হয়ে যায়। এ ঘটনায় খোরশেদ আলম গত মঙ্গলবার বারহাট্টা থানায় মামলা করেন। বারহাট্টা ফকিরের বাজার ফাঁড়ির পুলিশ একই দিন দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বেতাটী বাজার থেকে অলি বিশ্বাসকে গ্রেপ্তার করে। চুরি হওয়া হাঁসগুলো বুধবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।
ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, হাঁস চুরির ঘটনায় অলি বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। হাঁসগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
ঠাকুরাকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল হক খান মিলকী জানান, অলি বিশ্বাসকে গ্রেপ্তারের কথা শুনেছেন। তবে গ্রেপ্তারের কারণ জানা নেই তাঁর।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, হাঁস চুরির মামলায় গ্রেপ্তার ব্যক্তির সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।