রোহিঙ্গা ক্যাম্পে আরসা-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০৫:৪৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৬:০৫
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে এপিবিএন পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আরসার সদস্য মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন।
সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন উর রশিদ।
তিনি বলেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এ সময় তারা (আরসা) পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’
অতিরিক্ত ডিআইজি আরও বলেন, ‘নিহত ব্যাক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক সিম উদ্ধার হয়।’ তিনি জানান, অভিযান চলমান আছে, অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গুলি বিনিময়ে পাঁচ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।