কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমার উপরে

ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৭:০১ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৭:০১
ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে খুব দ্রুতই বাড়তে শুরু করেছে ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে জেলার দুধকুমার ও ধরলা নদীর পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়ে পড়েছে অববাহিকার নিম্নাঞ্চলসহ নতুন নতুন জেগে ওঠা চরাঞ্চল। এর মধ্যে জেলার নাগেশ্বরীর বামনডাঙ্গা ও রায়গঞ্জ, ভুরুঙ্গামারীর আন্ধারীর ঝাড়, সদর উপজেলার পাঁচগাছি,শুলকুর বাজার, উলিপুরের বেগমগঞ্জ, রাজারহাটের গতিয়াশামসহ নিচু এলাকার ইউনিয়নগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলের দুর্ভোগ পড়েছে মানুষের। এছাড়াও ফসলি জমি ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ার পাড় এলাকার বাসিন্দা নওশাদ আলী বলেন, ‘কয়দিন আগত বানের পানি আসি সোগ রাস্তাঘাট তলিয়ে গেছিলো। যাওয়া আসা হামারগুল্যার খুব কষ্ট ছিলো। হামার গুলার কষ্ট ফির শুরু হইল।’
নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের শমসেদ মন্ডল বলেন, ‘বাড়ির চারপাকে পানি বাহে। ঠিকমতো বাহির হবার পাচ্ছি না। ছোট বাচ্চাদের নিয়াই চিন্তাই আছি।’
জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সূত্র জানায়, স্বল্পমেয়াদীর বন্যা মোকাবেলায় দুর্গত এলাকায় উদ্ধারের জন্য চারটি বড় নৌকা, চারটি স্পিড বোট, দুইশ স্থানীয় ছোট নৌকা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এক হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার, ৬৫০ টন চাল ও নগদ ১০ লাখ টাকা মজুদ রাখা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৩৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ২৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার, তিস্তা কাউনিয়া পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ধরলা সদর পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ০৯ সেন্টিমিটার ও দুধকুমার পাটেশ্বরী পয়েন্টে ৭২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উজানে ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব গুলো নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ধরলা ও দুধকুমার নদের পানি। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি স্বল্প মেয়াদী বন্যা হবার আশঙ্কা রয়েছে।’
- বিষয় :
- কুড়িগ্রাম
- ধরলা
- দুধকুমার
- ব্রহ্মপুত্র
- তিস্তা