ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কয়েলের আগুনে পুড়ে মরল কৃষকের ৬ গরু–ছাগল

কয়েলের আগুনে পুড়ে মরল কৃষকের ৬ গরু–ছাগল

বালিয়াকান্দিতে মশার কয়েলের আগুনে পুড়ে মারা যাওয়া গরু। ছবি: সমকাল

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ০৪:১৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ০৪:১৭

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মশার কয়েলের আগুনে পুড়ে এক কৃষকের ৪টি গরু ও দুটি ছাগল মারা গেছে। শনিবার গভীর রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মোতালেব মিয়া জানান, মশার উপদ্রব থেকে গরু ও ছাগলকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠি ব্যবহার করে থাকেন। গত শনিবার রাত ৩ টার দিকে তাঁর ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা এসে আগুন নেভান। ততক্ষণে তাঁর সব শেষ হয়ে যায়। মোতালেব মিয়ার দাবি, ৪টি গরু ও দুই ছাগল পুড়ে যাওয়ায় তাঁর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ৭ সদস্যের পরিবার নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হেনা। কৃষক ও খামারীদের মশার কামড় থেকে গবাদিপশু রক্ষা করার ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

 

 

আরও পড়ুন

×