ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাস বন্ধ

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাস বন্ধ

বুধবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে - সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২২:১৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২২:১৮

বিএনপির মহাসমাবেশ ঘিরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক জানান, শ্রমিকরাই নিরাপত্তার কথা চিন্তা করে বাস চালাতে চান না। এটা তাদেরই সিদ্ধান্ত।

জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম জানান, এ ধরনের মহাসমাবেশের সময় শ্রমিকদের জীবন নিরাপদ নয়। সেই কারণেই তাঁরা কিশোরগঞ্জের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালসহ সকল স্ট্যান্ড থেকেই কেবল ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য সব রুটে যথারীতি বাস চলবে।

মহাসমাবেশ শেষ হলে ঢাকা রুটে বাস চলাচল শুরু হবে বলে তিনি জানান।  


আরও পড়ুন

×