মান্দায় ধান ক্ষেতে পড়ে ছিল মরদেহ

মান্দায় উৎসুক জনতার ভিড়
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ০৪:০০ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ০৫:১১
নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শহিদ বধ্যভূমি
সংলগ্ন একটি ধান ক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে হাফ শার্ট ও লুঙ্গি
ছিল। তাঁর বয়স ৪৫ বছরের মতো হবে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকুড়িয়া গ্রামের একটি বিলের ধান ক্ষেতের আইলে পানিতে
মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা। সকাল সাড়ে ৯টার দিকে
পুলিশ লাশটি উদ্ধার করে।
মান্দা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, মরদেহটি শনাক্তের জন্য
পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) জানানো হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি
নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।