বসতভিটা নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা, আটক ১

ইসহাক মিয়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৭:৩৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৭:৫২
কুমিল্লায় বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসহাক মিয়া (৫৫)। তিনি ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার শনিবার রাতে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অপর ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসহাক মিয়ার সঙ্গে তার ভাই ইব্রাহিমের বসতভিটা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার সকালে তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন ইব্রাহিম। পরে ইসহাক মিয়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা খুলে দেন।
শনিবার সকালে আবারও ইব্রাহিম ও তার ছেলেরা ইসহাকের ওপর হামলা চালায়। তারা ঘরে ঢুকে তাকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসহাক মিয়ার দুই ছেলে বিদেশে থাকেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিলাল হোসেন জানান, বসতভিটা ও বাড়ির ছাদ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়।