ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পেকুয়ায় হাতির আক্রমণে যুবকের মৃত্যু

পেকুয়ায় হাতির আক্রমণে যুবকের মৃত্যু

ফাইল ছবি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৭

কক্সবাজারের পেকুয়ায় হাতির আক্রমণে বোরহান উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কেরনছড়ি বড় ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বোরহান ওই এলাকার মো. শাহ্ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, বোরহান উদ্দিন সকালে পাহাড়ে লাকড়ি কুড়াতে যান। এসময় বড় ছনখোলা এলাকায় হাতির সম্মুখে পড়েন। হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। 

টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘সংরক্ষিত বনভুমিতে লাকড়ি কুড়াতে গেলে হাতির আক্রমণে বোরহান উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি বাক প্রতিবন্ধী। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন

×