ময়মনসিংহ-১
নৌকার মনোনয়ন চান চেয়ারম্যান সায়েম

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:১৬ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:১৬
আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। বর্তমান সরকার হালুয়াঘাটে যেসব উন্নয়ন করেছে তা বিভিন্ন সভা-সমাবেশে এলাকাবাসীর কাছে তুলে ধরে তিনি নৌকায় ভোট চাইছেন।
সায়েম ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে দলীয় মনোনয়ন পান। পরে নৌকা প্রতীকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। উপজেলায় ৯৭টি কেন্দ্রের সব ক’টিতে কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হন।
এর আগে তিনি ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। পরে যুবলীগের সদস্য হন। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের তহবিল থেকে প্রায় ২৬ কোটি টাকার কাজ করেন, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়। এ ছাড়া তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন। ফলে তৃণমূল আওয়ামী লীগসহ সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়।
এলাকাবাসী জানায়, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে শিক্ষিত, বিনয়ী এ মানুষটির কর্মদক্ষতাই তাঁর জনপ্রিয়তার মূল কারণ।
মাহমুদুল হক সায়েম বলেন, দল যদি তাঁকে মনোনয়ন দেয় তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।