অটোরিকশা নিয়ে বের হলেই গুনতে হয় ২০ টাকা!

গাজীপুরের কালিয়াকৈরে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সোমবার বিক্ষোভ করেন অটোচালকরা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:৩০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:৩০
চাঁদাবাজি বন্ধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকরা। সোমবার দুপুরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফিরে যান তারা।
চালকদের অভিযোগ, উপজেলার বাড়ইপাড়া-মরকাবহ আঞ্চলিক সড়কে অটোরিকশা বা ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হলেই দিনে ২০ টাকা চাঁদা আদায় করে একটি সংঘবদ্ধ চক্র। না দিলেই চালকদের মারধর ও হয়রানির শিকার হতে হয়।
ওই আঞ্চলিক সড়কে দিনে তিন শতাধিক অটোরিকশা চলাচল করে। উপজেলার আটাবহ ইউনিয়ন রিকশা ও ভ্যান মালিক সমবায় সমিতির আওতায় বাড়ইপাড়া স্ট্যান্ড থেকে জালশুকা সড়কে এসব অটোরিকশা চলাচল করে থাকে।
থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে চালক খোকন মৃধা বলেন, মজনু মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন ওই সড়কে চলাচলকারী ছোট যানবাহন থেকে চাঁদা আদায় করে। ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙিয়ে দিনে ২০ টাকা করে নেয়। এর প্রতিবাদ করলে অটোরিকশা আটক করে চক্রটি। এমনকি চালকদের মারধরও করা হয়। চাঁদাবাজদের অত্যাচারে চালকরা অতিষ্ঠ বলেও উল্লেখ করেন খোকন।
তিনি আরও বলেন, চাঁদাবাজদের গ্রেপ্তার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি।
বাড়ইপাড়া অটোরিকশা-ভ্যান মালিক সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন সিরাজী বলেন, মজনু মিয়া, নেহাজ উদ্দিন, ওমর আলী, হাবিবসহ আরও কয়েকজন ভ্যানচালকদের কাছ থেকে দিনে ২০ টাকা করে চাঁদা আদায় করে। এ বিষয়ে তারা প্রতিবাদ করলে বাড়ইপাড়া-মরকাবহ আঞ্চলিক সড়কে এসব যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করে তারা।
তাঁর অভিযোগ, স্থানীয় নেতা, পরিবহন সংগঠনের নাম ব্যবহার করে ওই ব্যক্তিরা চাঁদা আদায় করে আসছে। কোনো চালক টাকা দিতে অস্বীকার করলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
আলাউদ্দিন সমকালকে বলেন, ‘বিক্ষোভ সমাবেশ করে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খানের কাছে একটি অভিযোগ দিয়েছি। কিন্তু বিষয়টি মীমাংসার নামে সরকারদলীয় নেতারা তদবির শুরু করেছেন। আমরা চাই, এই সড়কে দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধ হোক।’
সমাবেশে আরও বক্তব্য দেন রফিকুল ইসলাম, মনির হোসেন প্রমুখ। তাদের অভিযোগের বিষয়ে জানতে মজনু মিয়া, নেহাজ উদ্দিন, ওমর আলীর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করেন এ প্রতিনিধি। কিন্তু নম্বর বন্ধ পাওয়া যায়।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, দুপুরে অটোরিকশা চালক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা থানার সামনে এসেছিলেন। চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বাড়ইপাড়া অটোরিকশা স্ট্যান্ড এলাকাটি আশুলিয়া থানাধীন। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।