- সারাদেশ
- ভাঙ্গায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইমন বেপারী- সমকাল
ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিলভরা গ্রাম থেকে ইমন বেপারী (২০) নামের ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
ইমন উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের আক্কাস বেপারীর ছেলে। সে ফরিদপুর গ্রাসরুটস কলেজ অব টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ইমন নামাজের পর খেয়ে চাচার ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকির এক পর্যায়ে সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে তা খোলা অবস্থায় পায়। ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে একটি চিরকুটসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চিরকুটে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার কথা উল্লেখ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সমকালকে বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মন্তব্য করুন