চট্টগ্রামে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ মো. দুলাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে নগরের সদরঘাটের রওশন মসজিদ লেন এলাকায় অভিযান চালিয়ে দুলাল স্টোর নামের নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক অভিযানে নেতৃত্ব দেন। এ সময় চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসানসহ নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাটের রওশন মসজিদ লেনের দুলাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানে বিপুল পরিমাণ বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া। প্রতিষ্ঠানের মালিক মো. দুলাল দীর্ঘদিন ধরেই অবৈধভাবে নিষিদ্ধ এসব ওষুধ বিক্রি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে বিষয়টি তিনি স্বীকার করেছেন। এ সময় এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

ওষুধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান বলেন, দুলাল মূলত বিভিন্ন পণ্যের আড়ালে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন। দুলাল স্টোরটি যৌন উত্তেজক ওষুধের প্রধান গুদাম হিসেবে ব্যবহার করা হয়। এই গুদাম থেকেই চট্টগ্রাম নগরসহ বিভিন্ন স্থানে যৌন উত্তেজক ওষুধ সরবরাহ করতেন তিনি।এ ওষুধ বিক্রির সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।