- সারাদেশ
- সিলেটে বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব শুরু
সিলেটে বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব শুরু

জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডের সিলেট অঞ্চলের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। ছবি- ইউসুফ আলী
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অঞ্চলভিত্তিক জীববিজ্ঞান উৎসবের সিলেট আঞ্চলিক পর্ব।
শনিবার সকাল ৯টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন।
উৎসবের আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ও সমকাল।
এবারের অলিম্পিয়াডে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ জন শিক্ষার্থী তিন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান উৎসবে অংশ নিচ্ছে শারীরিক প্রতিবন্ধী মনোয়ার বখত ফাহিম। সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
তার মা ফুলেনা বেগম (গৃহিনী) বলেন, ফাহিম হাঁটতে পারে না। বাম হাতেও সমস্যা আছে। তাকে কোলে করে চলাফেরা করতে হয়।
ফাহিমের গৃহশিক্ষক রাজন ভর জানান, ছোটবেলা থেকে তিনি ফাহিমকে পড়াচ্ছেন। সে অত্যন্ত মেধাবী। নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থকে সে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছে। বিভিন্ন ধরনের ইভেন্টে সে নিয়মিত অংশ নেয়।
মন্তব্য করুন