জীবন সংগ্রামে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা ২০১৮-১৯ বছরে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলে তাদেরকে সম্মাননা ক্রেষ্ট ও অর্থ প্রদান করে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ে অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালক (যুগ্ম সচিব) মো. ফখরুল কবির, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন বলেন, আমরা প্রত্যেকে দেশের একজন করে জয়িতা। পুরুষদের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এদেশে নারীদের আর পেছনে ফিরে তাকাতে হবে না।

বরিশাল বিভাগে ৫ ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী পটুয়াখালী পৌর শহরের শেরেবাংলা সড়কের মোসামৎ শাহিনুর আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বরিশাল নগরীর জীবননান্দ দাশ সড়কের আব্দুল জলিলের স্ত্রী হাসিন আরা বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী হালিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ঝালকাঠীর কৃঞ্চকাঠী গ্রামের আ. মজিদ হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার জগৎপট্রি গ্রামের মোসামৎ নয়ন তারা।

এছাড়া বিভাগের আরও ২৫ জন জয়িতাকে সম্মাননা ও অর্থ প্রদান প্রদান করার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হয়।

অনুষ্ঠানে সচেতন নাগীর কমিটির সভাপতি অধ্যাপিকা (অব.) শাহ সাজেদা বেগম, বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন,বরিশাল জেলা সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম প্রমুখ বক্তব্য দেন।